শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

symphony w125 ফ্লাস করুন কোন বক্স ছাড়া!!

৯:৩৬ PM


অনেকেই symphony w125 এর স্টক রম নিয়ে নানা সমস্যায় পরেছেন । আবার অনেকেই তাদের w125 ব্রিক করে ফেলেছেন ।
এবার আপনার w125 এর সফটওয়্যার সঙ্ক্রান্ত যত ঝামেলাই হোক, স্টক রম নিয়ে আর চিন্তা করতে হবে না   😎
এখন থেকে খুব সহজেই ফ্ল্যাশ করতে পারবেন আপনার w125
প্রথমেই প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন

separate download link 

এই লিঙ্কে গেলে আপনি ১৩ টি ফাইল পাবেন । সবগুলোই symphony w125 এর স্টক রমের ব্যাকআপ ফাইল । কাজেই সবগুলো ফাইল ডাউনলোড করতে হবে আপনাকে ।
ডাউনলোড হয়ে গেলে সব গুলো ফাইল একটা ফোল্ডারে রাখুন । তারপর cache.rarsystem.raruserdata.rar এই তিনটি rar ফাইল একই ফোল্ডারে extract করে নিন ।
[ কোন ফাইলের নাম পরিবর্তন করবেন না ]
আপনাদের সুবিধার্থে স্ক্রিনশট দিয়ে দিলাম স্ক্রিনশটের সাথে মিলিয়ে নিন ।
এবার ফ্ল্যাশ দেয়ার প্রয়োজনীয় ফাইল গুলো ডাউনলোড করে নিন ।

vcom driver - Download         

 Sp flash tool - Download

ডাউনলোড হয়ে গেলে কম্পিউটারের সাথে  w125 usb connect করে vcom driver ইন্সটল করুন ।
ইন্সটল হয়ে গেলে usb disconnect করুন ।
এবার ফ্ল্যাশ দেয়ার পালা  :-)
sp tool.exe ওপেন করুন
এইবার Scatter-loading এ ক্লিক করুন । তারপর যেই ফোল্ডারে w125 এর ব্যাকআপ ফাইলগুলো রেখেছিলেন অই ফোল্ডারে MT6589_Android_scatter_emmc.text ফাইল টা সিলেক্ট করুন ।
আতঃপর নিচের স্ক্রিনশটের মত দেখাবে ।
সব কিছু ঠিকঠাক থাকলে  Firmware->Upgrade এ ক্লিক করুন ।
এখন আপনার w125 এর ব্যাটারি খুলে ৫/৬ সেকেন্ড পরে লাগান । মোবাইল অন করবেন না !!
এবার মোবাইল বন্ধ থাকা অবস্থায় usb কানেক্ট করুন পিসির সাথে । অটোমেটিক ফ্ল্যাশ হউয়া শুরু হবে ।
ফ্ল্যাশ শুরু হলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।
প্রথমে লাল বার দেখবেন । তারপর ফ্ল্যাশ শুরু হলে সবুজ বার দেখতে পাবেন ।
ফ্ল্যাশ হয়ে গেলে নিচের দেয়া স্ক্রীনশটের মত দেখাবে ।
সবুজ সিগন্যাল দেখলেই মনে করবেন ফ্ল্যাশ করা শেষ হয়েছে । এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন।
মোবাইলের ব্যাটারি টা খুলে আবার লাগান । তারপর ( vol + ) এবং power button একসাথে চেপে ধরে রাখুন । রিকভেরি মেনু আসবে ।
রিকভেরি মেনু থেকে factory data reset করুন ।
ব্যাস কাজ শেষ :) রিকভেরি মেনু থেকে reboot করুন । প্রথম অবস্থায় মোবাইল চালু হতে সামান্য সময় নিবে ( ২/৩ মিনিটের মত )
পরে স্বাভাবিক ভাবেই চালু হবে ।

   =>     সতর্কবার্তা     <=

=> উপরের দেয়া পদ্ধতিতে সব কাজ ধাপে ধাপে করবেন । 

=> তাড়াহুড়া করবেন না একদমই , ঠাণ্ডা মাথায় এসব কাজ করবেন । 

=> * ফ্ল্যাশ শেষ হয়ে গেলে অবশ্যই recovery menu থেকে factory data reset করবেন *  factory data reset না করে সরাসরি মোবাইল চালু করবেন না । এতে আপনার মোবাইলের ক্ষতিও হতে পারে । 

=> সব কাজ নিজ দায়িত্বে করবেন । আপনার মোবাইলের কোন প্রকার ক্ষতি হলে আমি  দায়ী  না... 


কোন সমস্যায় পরলে কমেন্ট করবেন আমি সাধ্যমত হেল্প করার চেষ্টা করব ।
জরুরী প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন...

Written by

We are Creative Blogger Theme Wavers which provides user friendly, effective and easy to use themes. Each support has free and providing HD support screen casting.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 

© 2013 eliasmukta. All rights resevered. Designed by Templateism

Back To Top